Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
সমুদ্র সবার জন্য একই রকম হয়।
কিছু মানুষ সমুদ্র থেকে মুক্তা খুঁজে নেয়,
কিছু মানুষ মাছ সংগ্রহ করে।
আর কিছু মানুষের সমুদ্রের নোনা পানি ছাড়া,
কিছুই চোখে পড়ে না।
আকাশ থেকে পড়া বৃষ্টির পানিও
সবার জন্য একই রকম হয়।
জমি এই বৃষ্টির পানি দিয়ে
ফসল উৎপাদন করে নেয়,
প্রখর রোদে চৌচির হয়ে ফেটে যাওয় মাটি,
এই বৃষ্টির পানি দিয়ে তৃষ্ণা মিটায়।
আর ঠিক এই পানি কচু পাতার উপর পড়ে,
সুন্দর ভাবে গড়িয়ে পড়ে যায়!
আল্লাহর রহমত সবার জন্য সমান হয়,
কে কি ভাবে শুকরিয়া আদায় করবে,
এটা একান্ত তার ব্যাপার।
Allah is great. Today is one of the most memorable days for me.
Afifa Tajramine Mou
Allah is great. Today is one of the most memorable days for me.
Afifa Tajramine Mou